Wellcome to National Portal
স্থানীয় সরকার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২৩

প্রকল্প (স্থানীয় সরকার বিভাগ)

 

 

স্থানীয় সরকার বিভাগের চলমান প্রকল্প সমূহের তালিকা

ক্রমিক প্রকল্পের নাম, বাস্তবায়নকাল, প্রকল্প পরিচালকের নাম ও মোবাইল নম্বর প্রকল্প ব্যয় (মোট) প্রকল্প ব্যয় (জিওবি) প্রকল্প ব্যয় (সাহায্য) সর্বশেষ অনুমোদনের তারিখ প্রকল্পের উদ্দেশ্য ও মূল কার্যক্রম            ওয়েবসাইট

‘‘Income Support Program for the Poorest” (৩য় সংশোধিত)

বাস্তবায়নকালঃএপ্রিল ২০১৫ হতে জুন ২০২২ পর্যন্ত ।

প্রকল্প পরিচালকঃ জনাব মোঃ কামাল হোসেন, যুগ্মসচিব, পরিচালক-১)

মোবাইল: ০১৭১৬১৪৮৪৭৯

১৯৮০.৫৯   কোটি ১৭.৮৫ কোটি ১৯৬২.৭৪ কোটি ( World Bank ) ০১/১১/২০১৮

ময়মনসিংহ ও রংপুর বিভাগের ৭টি জেলার ৪৩ টি উপজেলায় দরিদ্র অন্তঃসত্ত্বা নারী এবং ০ থেকে ৬০ মাস বয়সী শিশু ও তাদের মা’দের সুনির্দিষ্ট সেবা গ্রহণের বিপরীতে অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের আওতায়

- অন্তঃসত্ত্বা নারীদের অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় ৪ বার স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিবার ২০০ টাকা হারে নগদ অর্থ প্রদান - ০-২৪ মাস বয়সী শিশুদের প্রতি মাসে ওজন ও উচ্চতা পরিমাপের জন্য প্রতিবার ৫০০ টাকা হারে অর্থ প্রদান

-২-৫ বছর বয়সী শিশুদের ৩(তিন) মাস অন্তর ওজন ও উচ্চতা পরিমাপের জন্য প্রতিবার ১০০০ টাকা।                           

ispplgd.gov.bd

Prabriddh: Local Economic Development(LGD) in Bangladesh 

দাতা সংস্থাঃ SDC

প্রকল্প পরিচালকঃ 

 

৬৭.১৪২২ ৪.০৭৪০ ৬৩.০৬৮২(SDC)  

The specific objectives of the project are:

a) Support economic, social and environmental links between urban, peri-urban and rural areas by strengthening local development planning1;

b) Adapt and implement integrated policy and plan to ensure resource efficiency, adaptation to climate change and resilience to calamities by supporting Pourashavas in erecting structure2;

c) Shall assess and increase the competitiveness level of the cities to attract investment ant to reduce poverty and unemployment3;

d) Adapt processes and structures laid down in LED to create better business/employment opportunities to increase the income of economically active people from all walks of life;

e) Develop human resources capacities, instruments and tools for implementation of LED at all levels in Bangladesh;

f) Create LED facilitators to support the process both at local and national level

www.swisscontact.org/

উৎপাদনশীল সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন (স্বপ্ন)

প্রাক্কলিত ব্যয়ঃ ৮৫৩.৪০ কোটি টাকা ( জিওবিঃ ২১৩.৩৬ কোটি টাকা এবং প্রকল্প সহায্য ৬৪০.০৪ কোটি টাকা )

বাস্তবায়নকালঃ এপ্রিল ২০১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত 

প্রকল্প পরিচালকঃ জনাব মোঃ হাবিবুর রহমান,যুগ্মসচিব,মনিটরিং ও মূল্যায়ণ অধিশাখা । 

মোবাইলঃ ০১৭১২২৯৭৬৭৭

৮৫৩.৪০ ২১৩.৩৬ ৬৪০.০৪ ( UNDP & JDCF ) ২৬/০৫/২০১৫

অসহায় ও হতদরিদ্র মহিলা উপকারভোগীদের জন্য প্রকল্পটি এপ্রিল ২০১৫ সাল থেকে কুড়িগ্রাম ও সাতক্ষীরা জেলার ১২৪ টি ইউনিয়নে বাস্তবায়ন কাজ চলছে।

প্রকল্পের আওতায় শতভাগ দুঃস্থ অসহায়, তালাক প্রাপ্ত, বিধবা, স্বামী পরিত্যাক্তা মহিলা উপকারভোগীর সংখ্যা ৪৪৬৪ জন।

২০১৭-১৮ অর্থ বছরে আরও ৪৪৬৪ জন মহিলা উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় একজন মহিলা উপকারভোগী ২০০ টাকা মজুরী পান, যার ১৫০ টাকা হাতে পান অবশিষ্ট ৫০ টাকা তার নামে ব্যাংকে জমা হয়।

swapno-bd.org

বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ(২য় সংশোধিত)

প্রাক্কলিত ব্যয়ঃ ২৮০.৯৪ কোটি টাকা বাস্তবায়নকালঃ জানুঃ ২০১৭- জুন ২০২২

প্রকল্প পরিচালকঃ ড. মলয় চৌধুরী (অতিরিক্ত সচিব)

মোবাইল ঃ ০১৮১৪৩০১৮৩৩

২৮০.৯৪ ৪০.৬২ ২৪০.৩২ (UNDP, EU, DANIDA) ২৬/১২/২০১৬

দেশব্যাপী ১০৮০টি ইউনিয়নে নির্বাচিত প্রতিনিধিদের (চেয়ারম্যান, মেম্বর, সচিব ও গ্রাম পুলিশ) গ্রাম আদালতের আইন ও বিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া, এ সকল এলাকায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এজলাশ ও প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হচ্ছে।

villagecourts.org
তৃতীয় লোকাল গভর্ণ্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ বাস্তবায়নকালঃ জানুয়ারি, ২০১৭ হতে ডিসেম্বর ২০২১ প্রকল্প পরিচালকঃ  এনামুল হাবীব (যুগ্মসচিব) মোবাইলঃ ০১৭১১২৩৯৮২০ ৫৫৩৫.০০ ৩১৫৩.০০ ২৩৮২.০০ ( World Bank ) ৩১/০১/২০১৭ দেশব্যাপী সকল ইউনিয়ন পরিষদ (৪,৫৭১ টি) এবং ১৬টি পৌরসভায় পাইলটিং আকারে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় উপজেলা পরিষদসমূহের আয়তন, জনসংখ্যা এবং ভূমির আয়তনের ভিত্তিতে Basic Block Grant (BBG) আকারে নগদ অর্থ সহায়তা (অর্থ ব্যয়ে সক্ষম অবকাঠামো উন্নয়নে গুনগত কাজ সম্পাদন ইত্যাদি ) Performance based Grant হিসাবে ও নগদ অর্থ দেয়া হয়। lgsplgd.gov.bd

Efficient and Accountable Local Governance (EALG) বাস্তবায়নকালঃ জানুঃ ২০১৮-ডিসেম্বর, ২০২২ প্রকল্প পরিচালকঃ জনাব মুস্তাকিম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত সচিব(নগর উন্নয়ন অনুবিভাগ)

মোবাইলঃ ০১৭১১৩২৯৮০০

৬৫.৬৩৩৭ ০.০০ ৬৫.৬৩৩৭ ( UNDP,  DANIDA   and SDC) ০৪/০৪/২০১৮ উপজেলা পরিষদকে এসডিজি সহায়তা প্রদান অর্থনে উপজেলা পরিষদ বিদ্যমান কমিটি সমূহকে কার্যকর করা এবং ইউনিয়ন ও উপজেলা মধ্য সমন্বয় কার্যক্রম জোরদারকরণ এ প্রকল্পের মূল উদ্দেশ্য। বর্তমান পর্যায়ে ৮টি বিভাগের মোট ১৬টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কক্সবাজার উপজেলা পরবর্তীতে প্রকল্পে অনুভূক্তির বিষয় বিবেচনাধীন রয়েছে। EALG
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (২য় পর্যায়) বাস্তবায়নকালঃ এপ্রিল ২০১৮ হতে মার্চ ২০২৩ প্রকল্প পরিচালকঃ এ এফ এম আলাউদ্দিন খান, যুগ্মসচিব   মোবাইলঃ ০১৭২৬২৫৭৪১৪ ১১৩৬.০০ ২৪০.০০ ৮৯৬.০০ ( এডিবি ) ১১/০৯/২০১৮ নগর এলাকার দরিদ্র জনগোষ্টীর বিষেশত নারী ও শিশুদের নগর মাতৃসদন, নগর স্বাস্থ্যকেন্দ্র ও স্যটেলাইট ক্লিনিকের মাধ্যমে ১০টি সিটি কর্পোরেশন (চট্টগ্রাম বাদে) ও ৪ টি পৌরসভায় (গোপলগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ) প্রাথমিক স্বাস্থ্যসেবা (যেমন প্রসূতিকালীন ও প্রসবপরবর্তী সেবা, শিশুদের স্বাস্থ্য সেবা) প্রদান। প্রকল্পের পরবর্তী পর্যায়ে আরও ১১ টি নতুন এলাকা অমত্মর্ভুক্ত হবে, যার মধ্যে ১ টি সিটি কর্পোরেশন (চট্টগ্রাম) ও ১০ টি পৌরসভা (নেত্রকোণা, নোয়াখালী, মাগুড়া, হবিগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নিলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং তারাব)। uphcp.gov.bd
Upazila Integraed capacity Development বাস্তবায়নকালঃ আগস্ট, ২০১৭- জুলাই, ২০২২ জাতীয়

প্রকল্প পরিচালকঃ বর্তমানে শূন্য রয়েছে ।

৪০.৮৫ ৪.৮০ ৩৬.০৫ ( JICA ) ১৫/০৫/২০১৮ উপজেলা পরিষদের দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান ( প্রশিক্ষণ প্রদান, স্থানীয় পর্যায়ে সমন্বয়কারী নিয়োগ, কারিগড়ি সহায়তা প্রদান ইত্যাদি )। বর্তমানে ৮ টি উপজেলায় পাইলটিং করা হচ্ছে। যা পরবর্তীতে ২৪ টি উপজেলায় সম্প্রসারিত হবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী সমগ্র দেশব্যাপী সকল উপজেলায় অন্তর্ভুক্তি করে প্রকল্প নেয়া হবে। www.jica.go.jp/project

Local Government Imitiation on Climate Change (LoGIC) বাস্তবায়নকালঃ জুলাই, ২০১৭ হতে জুন, ২০২১ 

১৬৭.২০ ৬.৮০ ১৬১.২০ ( ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিসডিএফ এবং সিডা ) ২১/০৬/২০১৮ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের পরিকল্পনা ও বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিযোজন বিষয়টি (অন্তর্ভুক্তি করনের) লক্ষ্যে ৭২টি ইনিয়নে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান। আর্থিক সহায়তার পরিমান প্রায় ১১০ কোটি টাকা এবং অবশিষ্ট অর্থ কারিগরী সহায়তা খাতে ব্যয় হবে।

LoGIC

১০

‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’’ ( NUPRP ) বাস্তবায়নকালঃ জুলাই, ২০১৮ থেকে জুন, ২০২৩

প্রকল্প পরিচালকঃ

জনাব মোঃ মাসুম পাটওয়ারী ,যুগ্মসচিব,উপজেলা অধিশাখা 

মোবাইলঃ ০১৭১১৮৪৭২৫০

৮২৬.১২০০ ১২৮.১৮৫০ ৬৯৭.৯৩৫০ ( DFID ও UNDP ) ১৪/০৮/২০১৮ প্রকল্পের মাধ্যমে হত দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর ৫,০০০ পরিবারের জন্য (পরিচ্ছন্নকর্মী/ছিন্নমূল শ্রেনি ইত্যাদি) সরকারী অর্থায়নে বাসস্থান নির্মাণসহ স্বল্প আয়ের জনগোষ্ঠির ১৫,০০০ পরিবারের জন্য কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ড এর মাধ্যমে বাসস্থান নির্মাণ/উন্নয়ন সহায়তা প্রদান করা হবে। প্রকল্পের আওতায় নগরের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কিছু কার্যক্রম যেমন দক্ষতাবৃদ্ধি, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম এবং নারী ও শিশুদের পুষ্টি সহায়তা প্রদান করা হবে। এছাড়া, পৌরসভা প্রদত্ত জমি এবং ব্যক্তি মালিকানাধীন/নিজস্ব জমিতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীকে মৌলিক অবকাঠামো সেবা (পানিও স্যানিটেশন) সুবিধা প্রদান করা হবে। NUPRP
১১

Sopport for modelling Planning and Improving Dhaka Food system 

দাতা সংস্থাঃ FAO 

প্রকল্প পরিচালকঃ নুমেরী জামান, যুগ্মসচিব,উন্নয়ন অধিশাখা

মোবাইলঃ ০১৮৪৬৫২০২৬৪

১১৪.১৪৭৪  ৮.৪১৫০ ১০৫.৭৩২৪ নেদেরল্যান্ড সরকার   

১) ঢাকা মেট্রোপলিটন এলাকায় Food system Mapping করা;

২) GIS Tool ব্যবহারের মাধ্যমে নগরবাসীদের সাথে বাজারের নৈকট্য (Proximity) ও উৎপাদনকারী হতে ভোক্তা পর্যায়ে খাদ্য পন্যের প্রবাহ নিরূপন করা;

৩) খাদ্য পন্যের প্রবাহ মূল্যায়নের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ এবং টেকসই খাদ্য পন্যের প্রাপ্তি নিশ্চিত করা;

৪) সকল শ্রেণীর ভোক্তাদের খাদ্যাভাস ও  খাদ্য পছন্দ নিরূপন করে সে অনুযায়ী ভোক্তাদের খাদ্যপন্য প্রাপ্তি সহজলভ্য করা;

৫) খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন/Utility, বর্জ ব্যবস্থাপনা সংস্থা, Private Sector, Consumer, এবং Civil Society সমন্নয়ে একটি অভিন্ন প্লাটফর্ম এবং আন্ত সমন্নয় নিশ্চিত বরনের মাধ্যমে কৌশলগত Food Agenda নির্ধারণ করা এবং

৬) Food system এর কর্মদক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করা।

www.fao.org/bangladesh
১২

উপজেলা পরিচালন ও উন্নয়ন বাস্তবায়নকালঃ ডিসেম্বর ২০১৫- জুন ২০২২

প্রকল্প পরিচালকঃড. মলয় চৌধুরী ,অতিরিক্ত সচিব, প্রশাসন অনুবিভাগ। 

মোবাইল ঃ ০১৮১৪৩০১৮৩৩

১০৫৯.৬৫ ১০৩.৪৬ ৯৫৬.১৯ ( JICA ) ০৩/০৩/২০১৬ দেশব্যাপী পর্যায়ক্রমে সকল উপজেলা পরিষদের (নির্বাচিত প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের) মাধ্যমে সেবা প্রদানের (যেমনঃ প্রয়োজনীয় সরকারী সেবার তথ্য প্রদান, আইটি দক্ষতা, বাজেট প্রণয়ন ইত্যাদি) লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান। এছাড়া, প্রতিনিধিদের নির্বাচিত উপজেলা পরিষদকে এডিপি থোক বরাদ্দের অতিরিক্ত ৫০ লক্ষ টাকা অর্থ প্রদান যার ২০% মানব সম্পদ উন্নয়নে ব্যবহার হয় এবং অবশিষ্ট ৮০% অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা যাবে।       ugdp-lgd.org/